২১ নভেম্বর, ২০২৪ || ৭ অগ্রহায়ণ, ১৪৩১
ফেনীতে স্বেচ্ছাসেবামূলক কাজে  যুবদের উৎসাহী করতে প্রশিক্ষণ
  • Updated Dec 12 2023
  • / 470 Read

 

সদর প্রতিনিধি;
ফেনীতে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। 


উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বনিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মো: হাছান আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: হেলাল উদ্দিন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের পরিচালনায় এছাড়া বক্তব্য রাখেন সূর্যের হাসি সংগঠনের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মঞ্জু রানী দেবী, অপেক এর প্রধান নির্বাহী আনোয়ারুল আজিম, সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবদীন রাসেল, আরবান ইয়ুথ সোসাইটির প্রধান নির্বাহী লিয়াকত আলী আরমান, পরিবেশ ক্লাব অব ইয়ূথ নেটওয়ার্কের সভাপতি নজরুল বিন মাহমুদুল প্রমুখ। প্রশিক্ষনে ৪০ জন নারী-পুরুষ অংশ নেন।


কর্মশালায় প্রধান অতিথি বলেন, আজকে যারা যুবক, তারাই বাংলাদেশকে এগিয়ে নেবে। যুব সমাজের স্বেচ্ছাসেবী মানসিকতায় বাংলাদেশ আরও অনেক ধাপ এগিয়ে যাবে। যুবকরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে ভালো কিছু করতে চাইলে উপজেলা পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Tags :

Share News

Copy Link

Comments *